ঢাকা শহরের এক অন্যতম বাহন। মোট ১২ সিট ধারি তবে বহন করে ১৫ থেকে ১৭ জন। ঘটা করে ঢাকার রাস্তায় চলছে ২০০৮ থেকে। অত্যন্ত জনপ্রিয় এবং ভয়ংকর বৈচিত্রময় এই বাহনটির অনেক ‘company’ থাকা সত্তেও ঢাকার লোক একে ‘লেগুনা’ বলেই ডাকে। বাহন যত নতুনই হোক না কেন, ২দিন পর দেখে মনে হবে মুরির টিন, মানে কোন না কোন অংশ ঝুলে পড়বে।
শহরের ওলিতে-গলিতে একে অপরের সাথে race লাগিয়ে গন্তব্যে পৌছে দেয় যাত্রিদের এই বাহনটি। ঢাকা শহরের এক অন্যতম এই element টি প্রায় প্রতিটি এলাকায় চড়ে বেড়ায়।
লেগুনা থেকে বড় বৈচিত্র হল ‘লেগুনা stand’। ১০-১২টা লেগুনা একসাথে ভিড় করে একদিকে যাত্রি নামিয়ে ভাড়া কাটতে থাকে ‘conductor’ অন্য দিকে যাত্রি ডাকতে থাকে আরেক গাড়ির conductor, ১২জন না হলে গাড়ি ছারবে না। লেগুনা stand এ দাড়ালেই শুনতে পাবেন হরেক রকম শব্দ এবং বক্তব্য:
“এ এ এ ফারামগে এ এ এ” (Farmgate)
“মম্ মদ্ পুর উউউ” (Mohammadpur)
“শেমোলি গেলো গা গেলো গা” ( Shymoli যাচ্ছে)
“মামা ভাড়া গুলা হাতে হাতে নিয়েন…”
“মামা ভাংতি নাই।”
“এ এ এ মিয়া যাত্রি ভাড়া দেয় না!”
“মামা ১০টাকাই ভাড়া, উনারে জিগান।”
‘লেগুনা’ বাহনটি এসেছে অনেক বছরের ঢাকাইয়া প্রযুক্তির বিবর্তনের পর। প্রথমে ছিল TEMPO ( BABY TAXI এর extended version, BABY TAXI PLUS বলা যায়)। এর পর আসলো MAXI (PICK-UP VAN এর পিছে সিট এবং কভার দিয়ে গণ-বাহন)। এভাবেই বদলাতে থাকবে আর শহর পাল্টাতে থাকবে। একদিন লেগুলা হাওয়া চলবে বাকি ১০টা বাহন এর মতন।
লেগুনা দিয়ে চলা ফেরা প্রায় ৬ বছর। স্কুল-কলেজে লেগুনা আর বাসে বন্ধুদের সাথে ঢাকা শহর ঘুরতাম, ভার্সিটি উঠার পর স্কুলের বন্ধুদের সাথে আগের মতন ঘুরা হয় না। স্কুল থেকে বন্ধুদের সাথে লেগুনায় ঝুলে ঝুলে বাড়ি ফেরা ছিল এক অন্যরকম অভিজ্ঞতা।
Translation:
Laguna is a type of vehicle in Dhaka city. It has a total of 12 seats but carries 15 to 16 people. Since 2008, it has been moving in the streets of Dhaka. Despite having many ‘companies’, this very popular and terribly varied vehicle is called ‘Laguna’ by the people of Dhaka. No matter how new the vehicle is, after two days it will look like Muri (parched rice)’s tin, meaning some part will hang.
This vehicle makes the passengers reach their destination by racing with each other in the alleys of the city. This popular element of Dhaka city rides in almost every area.
The major variation Laguna has is with ‘Laguna stand’ – With 10-12 laguna together, the fare ‘conductor’ of one side collects fare by dropping the passengers and on the other side, the conductor of another car calls for passengers. If there aren’t 12 passengers, the car will not leave. If you stand at the Laguna stand, you will hear all kinds of words and speeches,
‘Ae, ae, ae, Farmgaaaaaate’ (Farmgate)
‘Mohammadpur, Mohammadpuuuuuur, ‘ (Mohammadpur)
‘Shymoli is going, Shymoli is going’
‘Mama, take the rent in hand …’
“Mama, I don’t have a change,”
‘Hey, mia, the passengers aren’t paying!’
‘Mama, rent is 10 taka, ask him.’
The ‘Laguna’ vehicle has come after many years of Dhakaya technology evolution. First there was TEMPO (extended version of BABY TAXI, called BABY TAXI PLUS). After that came MAXI (mass vehicle with seat and cover behind PICK-UP VAN). It will continue to change like this and the city will continue to change. One day Legula Hawa will run like other 10 vehicles.
I went back and forth through Laguna for about 6 years. In school and college, I used to go around Dhaka city with my friends in Laguna and by bus, after getting to university, I don’t go around with my school friends like before. Coming home from school hanging out at Laguna with friends was a different experience.